প্রত্যাশার অসীম অনুভূতিগূলো
আবীরের রঙ ছড়ায়--
প্রভাত পাখির কলরবে সূর্য উঠায়
সুশোভিত ফুলের সুবাসিত হাওয়ায়
কুঞ্জে কুঞ্জে ঋতুর আলপনায়।
গোধূলির গোলাপি  আভায়
ভরা পূর্নিমায় জ্যোস্নার গায়।


ফেলে আসা দিনের চোখে লেগে থাকে
কান্নার জল ভরা দাগ
অন্তরে তৃষ্ণার অনন্ত দাবানল
বুকে জমাট বাধা দীর্ঘশ্বাসের ভারী বাতাস।


বিশ্বস্ত বিশ্বাস গুলো আটকে যায়
ছদ্মবেশী প্রতারণায়
মায়াবী পালক উড়ে যা খসে পড়
উপড়ে যা বিনাশ হোক স্পর্শের জিহ্বা
উল্টে যাক লালায়িত দৃষ্টি।


এক সাগর বিরহী কান্নার  
অযুত বেলা শেষ হোক
জেগে উঠুক স্বর্গীয় নগরী  
যেখানে নিষ্পাপ শিশুর কান্নার আওয়াজ নেই
নেই স্বার্থের দ্বন্দ্ব,  রক্তপাত,
ধর্ষণ নেই বিচারহীনতার শ্লোক
নেই যৌন সংগমের স্তুতি।
মুদ্রার এপিঠ আর নয়, চাই অন্যপিঠ
চাই সরলতা নয় শএুতা
চাই ভদ্রতা নয় ভীরুতা
চাই বিশ্বাস ভালোবাসা
চাই প্রেম নয় কাপুরষতা।


চাই শান্তি চাই স্বস্তি
চাই স্বাধীনতা চাই গনতন্ত্র
চাইনা যুদ্ধ নয় হিংসা নয় দ্বেষ
শুধু  শান্তি চাই তৃপ্তি চাই।
বাঁচতে চাই বাঁচতে দাও
আগামী প্রজন্মের ভিত করে দাও
বন্ধ হউক বন্ধ কর হিংসা হানাহানি রক্তপাত।