আশার উজ্জ্বল আভায়
রঙধনুর রঙে ফুটে উঠে
শৈল্পিক অনুভব ফুটে উঠে
এক গুচ্ছ কবিতার বর্ণমালা
যা আমাকে আরামদায়ক তৃপ্তির
শরাব দেয়।


বাগানে মধু ফুলের  মতো মিষ্টি
পেলব মুখশ্রী, সুললিত কন্ঠ,
সুষম সৌন্দর্যে তনু মন অপার প্রেমে
নিমগ্ন স্বর্গীয় জাল।
অলৌকিক মহিমায় মনের উদ্যানে
প্রস্ফুটিত হয়ে সুশোভিত হয় স্বীয়
সুরভী।


আতপ্ত হৃদয়ের বুভুক্ষু প্রান্তর খুঁজে
তোমার মনের সূর্য কিরণ
যেভাবে নির্বাক পথহারা খুঁজে ফেরে
বৃক্ষের ছায়া সুশীতল
শিশু ঘুরে ফিরে খুঁজে নেয় মায়ের স্নেহময় মন
নদী ছুটে চলে সাগরের স্বমেহনে দূরন্ত দূর্বার।
চাতক খুঁজে নেয় বর্ষার বরিষণ।


সূর্যাস্তের ক্রমক্ষয়িষ্ণু বিচ্ছুরণ
দীনতার গহীনে রাজত্ব করে
আমার ই অজ্ঞতায় অযাচিত ভাবে
টানটান নিমগ্নতায় ডুবে যায় মন
মৃত্যু হীন মাটির নির্ভরতায় দৃঢ় প্রত্যয়।


পড়ন্ত বিকেল  ভোরের সূর্যকে
তছনছ করে আগুনের নদী
নীল মেঘে ছুয়ে যায়  ধরনীর
বিস্তৃত আকাশ গঙ্গায়।
দুহাত প্রসারিত করে খুঁজে যাই
তখনো বিশ্বস্ত ভালো লাগার হাত।