মেঘবালিকার পায়ে পায়ে
জল নুপুরের গান।
বক্ষে তার লক্ষ গিরি
নয়নাভিরাম।


স্বপ্ন কাজল  আঁখির তারায়
অধর কোনে বইছে ধারায়
মোহন ময়ূখ ছায়ায়
দোলে কুন্তল..
কটির দোলায়।

শ্রাবণ হরষে বরষণ বরিষে  
শ্যামল তনুতে নিকুঞ্জ নিলয়
জলজ নীড়ে পেখম খুলে
নাচিছে শিখি সুরের খেয়ায়।


আয় আয় আয়
এমন দিনে কি দূরে থাকা যায়
আজ মন বীনায় মন হারিয়ে যায়
কোন মনের সাথে এ মন হারায়
যুগল প্রেমের অন্তহীন  খেলায়।


মনের সুবাস জমে মন মদিরায়
মনে মনে মন কথা কয়
শুষ্ক হৃদয়ে প্রপাত ঝরায়
দূর্বার মোহনার গহীন থেকে এসো
হেঁটে যাই  নিঃশব্দ সবুজ ধ্বনিময়তায়।

বর্নের  ছন্দময়তায়
কর্ষিত  হোক এ হৃদয়.....
ঝিরঝিরে সুরে সুরে রোপিত হউক
নীরব ভালোবাসার এক মুঠো সূর্যকিরণ।