দহন রোদন তাপে
কাটে না বিভাবরী
বিফল এ দেহ মন
জেগে রয় নিভৃত প্রহরী।


প্রভাতে হেরি তব
বিমল মধুর মুর্তি
প্রাণ ভরে প্রীতি আরতিতে।
হৃদয়ে মন্দিরে কোকনদ ফোটে
সূর্য সম এ অঞ্জলি ঝরিয়া পরে
ধরণীতটে।


মায়াময় মধুময় এক্ষণ
ধ্যানের জ্যোতি আঁখিপটে
কন্ঠে সুষম মধুর স্বরলিপি
নন্দিত আবেশে ঋতুরাজ আসে।


ধ্যানে জ্ঞানে সরল বিশ্বাসে
সুললিত অন্তরে লীলা প্রকাশে
সৃষ্টির সরল নির্মল ভোর
জীবন ভোরের রুপালী পাখি সে।