কতটা অন্ধ হলে
চোখের আলো নাহি জ্বলে
কালো চশমার আড়ালে ও
হৃদয় সদা জ্বলে।

সেদিন বুঝিনি জ্বলজ্বলে
চোখে কতটা অন্ধত্ব ছিল
কুয়াশার সাগরে ডুবে ছিল মন
ছিল উচ্ছ্বাস ভালবাসার আবেগ
ভেসেছিলাম বাঁধনহারা  হারিয়েছি
স্বপ্ন রঙিন আশা সব সব।


নিষ্ঠুর পরিহাসে হেসেছিল বিধাতা
মন্দ কপাল জোড়া লাগে না
অর্থব জীবন  হতাশায় গুটি
হয়ে খেলছিল হেসেছিল।
মুর্খতার পরিণতি চোখে
শুধু বিরান ভূমির ছায়া।


উপেক্ষিত সরলতা জটিলতার
গরলতায় নির্বোধ শরীর মাপতে জানেনা
উপেক্ষিত সময়ের দীর্ঘ জট
শেষ হয়না।


হয়ত কিছু নেই এই প্রকৃতির খেলাঘরে
যার মগ্নতায় সমস্ত বিশ্বাস আশ্বস্ততায়
পরিনত হবে।
এ যেন যাদুঘর প্রদর্শিত স্থান
অভিনেতার শ্রেষ্ঠ রঙ্গমঞ্চ
কে কত পাকা অভিনেতা।


ফলহীন গাছ যেমন কাটা পরে
অভিনয় হীন জীবন যেন
গদ্য কবিতা রসের প্রাচুর্য নেই
ছন্দ নেই শুধু শব্দ প্রয়োগের
সঠিক উপলব্ধির মাত্রা।