মধুর স্বপন সুখে কাটে এ নিশি
গন্ধ বিলায় কুসুম সুবাসিত হাসি
পাপড়ি অধরে বহে শ্রাবণ খুশি
মনোবনে মধুপ খোঁজে ফুল শশি।


শরৎ কুঞ্জে শিশির যামিনী
লুকায়ে প্রেম মধু যামিনী
নয়ন ফুল্ল মন বল্লরি
কাজল নয়নে, নয়নাভিরাম হরিনী
মনোময় ধ্রুবতারা ইন্দ্রপুরী
সুনীল অম্বরে নাচে উর্বশী।


জেগে আছে তারকা শশি
কোমল সিগ্ধ প্রাণ গিয়াছে ভরি
শেষ যেন না হয় এমন কোজাগরী।
প্রাণে প্রাণ জেগেছে আজি
ভূতলে ফুটেছে হারানো ছবি
শস্য সবুজ ধানে ক্ষেত গিয়াছে ভরি।


এস সুন্দর সুশোভিত মনোহর
কুঞ্জে কুঞ্জে ভ্রমর গুঞ্জনে
নয়নাভিরাম প্রাকৃতিক।
রুপের আলোয় জগৎ ভুলে
নিবীড় নিশীথ  রাত্রি।