নির্জন নীরবতা ভেঙে কে
ডাকে আমায় ?
আমার তো ভালোবাসা নেই
বিশ্বাস নেই,  নেই গোছানো সংসার।
খিটখিটে মেজাজ নেই , নেই দূরন্ত কলরব
গুচ্ছ গুচ্ছ স্বপ্ন নেই, নেই অনিন্দ্য মাধুরি কথার।


আশৈশব আমি এক নদীর বালুচর
শূন্যতার সংসার, মায়াবী পালক নেই
মিষ্টি সুর নেই, ঝরা পাতার গান
যোগ্য নই কারো প্রিয় হবার।


পাহাড়ের বুক ফুঁড়ে উদগত
অলৌকিক ঘোরের চাষ বারোমাস
শুভ্র বরফে চাপা চাপা ক্ষোভ
উষ্ণতার ক্রন্দন, নিত্য তাহারে
শুধাই তুমি কোথায়?


বনফুল মঞ্জুরীতে মধুর  গুঞ্জন
প্রিয়ার সুর, প্রভাত যে চলে যায় উঠ
হৃদয় কুসুম ভরো প্রার্থনা ডালায়।