শিয়রের শমন চলে গেলে
গাঁয়ের পথে আবার  এসো
নুপুর পায়ে পা দুলিয়ে তখন
গাঁয়ের ধুলো ঐ রাঙা পায়ে মেখো ।


কলাপাতায়  রাঙা জবা, টগর এনো
দুহাত ভরে বিল্ব পত্র দূর্বা এনো
স্নান সেরে শুদ্ধ মনে পূজা  দিও।


ঘুঘুর ডাকে  পথ যদি যাও ভুলে
আলপথে দিয়ে চলে যেও
সবুজ ক্ষেতের নাও সেখানে
একটুখানি জিরিয়ে নিও।


কলমি সেথা ঘুঙুর পায়ে
নাকে নোলক হলুদ দিয়ে
মুখটি টিপে  হাসে।
তখন যদি কথা বলো
দেখো চুপটি করে  থাকে ।

দোয়েল শিষে শান্ত তপন
আঁখি খোলে দু নয়নে
মিষ্টি গোলাপ রঙে রঙে
মনটা তার রাঙিয়ে দেবে।


চুপটি করে একটু থাক
বাইরে কভু যেওনাকো
মনপাখিটা উড়তে জানে
যতই তুমি বন্ধ থাকো।


কল্পনার ঐ আকাশখানি
ধরতে কভু পারি নাকো
চাঁদকে তবু মন ছুঁয়ে যায়
মনের বাঁধা থাকে না তো।

হৃদয় দিয়ে ছুঁয়েছি যারে
সেতো সবই পড়তে জানে
মন আকাশের  তারা গুনে
মনের কথা বুঝতে পারে।