বিপন্ন বিশ্বাসে এখনো বাঁচি
জোনাকি আশায়
তারা ভরা রাতে  জোছ্নার ফুল ফোটে
অপূর্ব উল্লাস দিগন্তের গায়।


শ্রাবণের বৃষ্টি আসে পাহাড় চূড়ায়
মনভূমে, মাটির গহ্বরে, পাখির ঠোঁটে
সারসের প্রতীক্ষায়, অদ্ভুত এ প্রতীক্ষা
ডুবে যাওয়ার অন্তিম কাল।


বিশ্ব ব্রক্ষান্ডে ঘুরে আসি
দেখি নক্ষত্রের পতন, নুতন
জন্মের ক্রন্দন,  ফুল পাখির
মেলা, সমুদ্রের নীরবতা, ঝর্ণার উচ্ছলতা
সাদা মেঘের  ব্যালকনি  অনন্ত এ দেখা।


বিরতি নেই বিবাগী ও নয়
চোখ মনের দেওয়ালে  সংসারী
সন্ন্যাসী কখনো বিবাগী কখনো
উড়নচণ্ডী।


জীবনবোধের দরজাগুলো খুলে যায়
রোজ একটু একটু করে
কাঁটা ঝোপঝাড় পাহাড়ি খাদ পেরিয়ে
মিশে যায় অবিশ্বাস্য স্বপ্নের অচেনা ভিড়ে।