হারিয়েছি চেনা মুখ কত
অচেনার দেশে
যেখানে গাঢ় অন্ধকার
আলো নেই চোখে ।


নেই মানুষের ভিড়
চেনা হাট বন্দর
নেই প্রিয় মানুষ
নেই আবদার শুনবার
শোনাবার কেউ।


নেই পাখির কূজন
নেই সুরভীত ফুল
নেই বিধস্ত দেবালয়
শঙ্খ ঘন্টা বাজে না ডোল।

শুনি না হাসির রৌদ্রালোক
শিশুর কান্নার আওয়াজ
শুনি না ঘুম পাড়ানি গান
মাঠে ঘাটে নেই খেলার
কোলাহল।

সবুজ মাঠ নেই
আউশের ক্ষেত নেই
রুপালি ইলিশ নেই
নেই চেনা রেলস্টেশন।


এখানেও  অস্পষ্ট  শোনা যায়  হতাশায়
কাঁদছে  রুগ্ন ধরণী  কাঁদছে  প্রিয়জন
যারা আছে সুন্দর ধরনীতে
আছে অমূল্য  জীবন রতন।


কান্নায় ছুঁয়েছে মাটি পবন আকাশ
পাহাড় নদী সাগর।
শাদা ছাই উড়ে বহ্নিশিখায়
পবন জড়িয়ে রাখে করে শেষ চুম্বন।