আকাশ  জুড়ে  মেঘের ভেলা
মন পাখিদের উড়তে মানা
তবুও সে উড়ে বেড়ায়
বৃষ্টি এলে ভিজবে বলে
কদম গন্ধ নেব বলে
ডিঙি নৌকায় দিচ্ছে পাড়ি।


হাঁসের দল করছে খেলা
জলকন্যার সবুজ বাড়ি
সবুজ পাতায় শাপলা হাসে
ফড়িং নাচে ঘাসে ঘাসে
শ্যাওলা এসে থমকে দাঁড়ায়
জলের দেশে।


সারা মাঠ ডুবছে জলে
আষাঢ় মাসে বন্যা এলে
সবাই যায় মাছ ধরতে
বড়শি, জাল নৌকা সাথে।


মনের ঘরে মন থাকে না
অাষাঢ় শ্রাবণ মাসে
ঝর ঝর শ্রাবণ ধারায়
মন ভাসে প্রকৃতি পরশে।