বাঁধিনি তারে যে আছে জড়ায়ে
হৃদয়বীনার গোপন তারে
খুঁজিনি তারে যে আছে
চারিধারে অনুভব বীনায়
মরমে গেঁথে।


চৈত্রদিনে প্রকৃতি শুকায়ে
মুছে ফেলে যত পুরাতন শোক
অংগ হতে
নুতন আবরণে পুরাতন মন
সাজে কি অপরূপে ভুলায়ে
ভুলিতে।


রূপের মাধুরিতে মন ও সাজে
বাঁধিতে তারে যে রয়ে মন মন্দিরে
অনুরাগ খুলে নুতন কুঁড়ির
মনের কুঁড়িতে ও রঙ আসে।
ভালোবাসে এ মন ভালোবাসে
যাকে দেখিনি এ আঁখিপাতে
তার অনুরাগ কাজল দুচোখ জড়ায়ে
মন ছুটে অসীম অনুভব আকাশে।


মিটিয়ে  দাও প্রিয় এ প্রাণ তৃষ্ণা
মিটিয়ে  দাও অনন্ত দানে
ব্যাথা লুকিয়ে আড়ালে যাক
প্রাণ উঠুক ভেসে নুতন উচ্ছ্বাসে।


রঙধনুর ঐ সাতরং এনে
হৃদয় সাজাবো এ চৈত্রদিনে
যদি  তুমি ছুঁয়ে দাও অনুরাগ বানে
হারাবো তখন এ বিশ্ব ভূবনে
আলোর নাচন দেখবে তখন
এহৃদয়ের আকাশ গাঙে।