বিষন্ন বেলায় বেদনাভারে
চরণে জড়ায় জল নুপুর
শোকে মগ্ন গগণতল
তিমিরে তন্দ্রায় অশ্রুজল
মানেনা বাঁধন  এ দুনয়ন
ঝরে বারি শ্রাবণ মেঘে অবিরল।


মুক্তির দুত স্বাধীনতার নায়ক
ভুলি নাই তব ভুলি নাই
হে বীর নেই তুমি তবু আছ
প্রতি বাঙালির হৃদয়ের আঙিনায়
হে বিপ্লবী ৭ই মার্চের ভাষণে
গর্জে উঠেছিল লক্ষ  কোটি জনতার প্রাণ।  
এনেছিলে ছিনিয়ে বাংলার স্বাধীনতা
জাতির পিতা তুমি বাঙালির অহংকার।


সন্মূখে তোমাকে না হেরি
গানে ভাষনে কবিতায়
তোমাকে সদা  পাই।
মৃত্যঞ্জয়ী সদালাপী কুসুম কমল
তব অন্তর করেছো ক্ষমা ছিল যারা
ক্ষমার  অধম।


বাঙালী বীরের জাতি
তবু্ও নরাধম  যোগ্য সম্মান দেইনি তব
করেছে হত্যা পরিবার পরিজন
এ জঘন্য ও নৃশংস হত্যায় শিউরে উঠেছে সমগ্র  বিশ্ব
বাঙালির  ইতিহাসে রচিত  হলো কালো অধ্যায়।



কলঙ্কের কালিমায় ভূলুণ্ঠিত  স্বাধীনতা সূর্য
স্বাধীনতা পেয়েছি তোমাকে হারিয়েছি
রাহুরগ্রাসে অস্তমিত মানবতায় ছুয়ে গেল বাংলা
৪৭বছর চলে গেল অনেক দৃশ্যপট পাল্টালো।
তব চেতনায় উদীপ্ত হউক তারুণ্য
তব চেতনায় গড়ে উঠুক এ বাংলা
সমৃদ্ধ হোক মানবতা
সমৃদ্ধ হোক সহিষ্ণুতা
সমৃদ্ধ হোক বিচারিক মানদণ্ড
পূর্নজীবিত হোক গনতন্ত্র
শোক পরিনত হোক শক্তিতে
জয় হোক গনতন্ত্রের মানসকন্যার
জয় বঙ্গবন্ধু জয়বাংলা।