আড়াল কথা ভালোবাসা
মিষ্টি সুখে কাছে আসা
কোজাগরী রাত পূর্নিমায় আঁকা।


বোধহীন শৈশবে স্মৃতির স্বরলিপি
আজ বাজে অচেনা সুরে
মায়াময় স্নেহময় রূপকথায়
দীঘির জলে পদ্মপাতায়
শিশির বেলায় শশীর খেলা।


কতটা না ঘুমানো রাত
নির্জন নিরবতার পাঠ
অরণ্যে ও শেখে বর্ণমালার পাঠ
বীজ থেকে অঙ্কুর শাখা প্রশাখা
ফুল ফলে ভরে প্রকৃতির মাঠ।


আজও হয়নি শেখা নতুন বর্ণমালা
না-জানা কত শব্দ আজও অধরা
এলোমেলো কবিতার পাপড়ি
শিউলির ঝরা ফুলে না বলা কথার লাজ।


বর্ণ হীন মমতায় জড়িয়ে
সকালে ডেকে যায়  কাকলি
মোহিত মন উষ্ণ কোমল আবেগ জড়ানো হৃদয়
সরব  একগুচ্ছ কবিতা।
তুমি হীন ভালোলাগা হৃদয়ের দরজা খুলে
একাকী পথ চলে সবুজ কথা
সুন্দর অনুভবে স্বপ্ন ভরে ডালা
আজও অচেনা মানুষের ভিড়ে
পথ বেঁকে যায়  বুকে গভীরে
লক্ষ কোটি তারার মেলা
স্বপ্ন বোনে তবুও থেকে যাই
অচেনা শহরের অচেনা ভিড়ে।


নির্বাক মূহুর্তে মনের আয়নার
ভেসে উঠে ভেঙে যাওয়ার সেসব দিন
  কিছু সোনালী অতীত
সবুজ ঘাসের ডগায় রোদের খেলা।