কিছু শব্দের বুননে কবিতা  হয়
বেদনা হাসি আর অনুরাগে।
শরৎ সকালে  শোকের আরশিতে খবর ভাসে
বেদনার বাঁশি বাজে খুব কাছে কানে কানে
একের পর এক বিদায়ের ঘন্টা চলছে বেজে
মন খারাপের ঝড় বয়ে যায় পাঁজর ভেঙ্গে
দীর্ঘশ্বাসের বাতাস ভারী
গলায় সুর ভাঙ্গে ভাঙা আওয়াজে।


আর কতদিন এমনি করে
বইবে মরুর ঝড় বেদনার বালুচরে
ডানাভাঙা পাখি এক ঘুরছে চারিধারে
শুন্য গগনে নক্ষত্ররাজি নীরব ব্যাথায়
দিশেহারা একেবারে।


অন্তর আজি পড়ে আছে ছুরির কবচ
স্নেহের প্রলেপ গ্যাছে শুকিয়ে
চারিদিকে এক অদৃশ্য কুরুক্ষেত্র
মৃত্যুর মিছিল যাচ্ছে এগিয়ে।

আশার শেষ তারা গ্যাছে নিভে
যন্ত্রণা আর দূর্দশার পথ ধরে
মোহাবিষ্ট আমি তবুও এ বসুধার
লীলায়িত তরঙ্গে।