আমাদের ছিলো ঘর সুখের ঠিকানা
এখন অন্যরকম গোলকধাঁধা  
সময়ের বাঁশি সময়ের খুশি শুধুই কেনা।

এখনো অভাবোধের স্মৃতিচারণ
হয়নি বাড়ি  কিংবা ফ্লাট ওখানে কি স্মৃতির ঠিকানা
বাড়ি গাড়ি আছে যার নাই কি তার অভাব?
অভাব স্বভাব মোহের যন্ত্রণা পাওয়ার পরিতৃপ্তি
ক্ষুধার যাতনা, এ ক্ষুধা পেটের নয় মনের আঙ্গিনায়
বিলাস বাসনার ছোট খাতা।


ইচ্ছে কালি লিখে নেয় সময়ের খাতায় যখন যেমন
আবেগ সংলাপ আঁকে আলপনা।
ধূসর মাটির রঙ সবুজ গাছের রঙ
মনও ধূসর হয় তবু্ও উজানে বয়।


যৌবনে  প্রবল স্বপন চারা
আকাশ রঙিন দখিনা দেয়া
আঁখির পল্লবে রঙের ছোঁয়া।
মনের উদাস বাউল গানের দোলা
হারিয়ে ও হারায় না রঙের ছোঁয়া।


মন আঁকে অন্তরের কত ছবি
হাসিখুশি খুশি দিন
বেলা বহে যায় দিন
দিগন্তের আঁকাবাকা পথ সহজ সুদিন
বাবার আদর মাখা সোনালী সেদিন।


টুকরো টুকরো অচেনা ঢেউ
ভেঙে আসে ক্ষীণ
খণার ছড়া কেটে বৃষ্টি গননার দিন
মঙ্গল অমঙ্গলের চিহ্ন মুছে  পার হতাম নদী
মনে বসত করত তখন সুখে ঢাকা দিন।


বাড়াবাড়ি কম নয় এক
টাকার জন্য সন্ধ্যা বেলায়
সাঁতার কেটে যেতাম ওপার নদীর।


ফিরে এলে বলত বাজিকর
কি হবে এক টাকায়  ছেড়ে দেরে নারে
তোর মতো আমার বয়সে পার হয়েছি
কত দিন ভুলে যা, যাসনে ওপার  নদী।
মা ডাকছে যা তাড়াতাড়ি
না হয় পিঠে পড়বে মারের বসতবাড়ি।