মনের গভীরে পাহাড় খুড়ে বের হয় যে নদী
তাকে বলিনি কোনদিন
কেন বয়ে চলো নিরবধি।
মিশে যায় সকল স্রোত সেথা
হাসি কান্না সুখ দুঃখ অনবরত।  


ভালোবাসার মমি গড়িশিল্পের তুলিতে
ঢেউয়ের তুফান চলে আঁকাবাঁকা
কত খুঁজি তোমায় আমার করে
কখনো আপন হও কত নিবিড়তা।


দুটি জীবনের কত চাওয়া
দূরত্ব  আবেগ মিছে কিছু হিসেব
কখনো মেলেনা কখনো ছুঁয়ে যায় অদৃশ্য রঙে
কখনো যা দেখা হয়নি সূক্ষ্ম গাঢ়তায় ঢাকা
তবু্ও বলি ভালোবাসি, ভালোবাসি
সেই আকাশ এ মাটি ভালোবাসি তোমার প্রলাপ আলপনা।


হয়তো মিলবে জীবন জীবনের শেষ বাঁকে
আবার ফিরে যেতে যেখানে সব জীবনের
একটি প্রাণ থাকে, তুমি আমি আমরা
ভেদাভেদ নাহি থাকে।
সব প্রাণেরই একটি প্রাণ মিলবো সবাই একই সাথে।