কোকিল ডাকে মুগ্ধ সকাল
গভীর বনে ঘুঘু
সোনালী ধানে ভরেছে ক্ষেত
সোনায় সোনায় শিশিরের মুকুট।


মগ্ন শ্যাওলা মাটির মমতায়
সলিলে বাঁধে  আপন ঘর
রেখেছে যতনে যত সহচরী
করেছে বুকে আপনার ঘর।


কলমি মেলেছে আপনার ভূবন
হেসে খেলে দিন যায় চলে
লতায় পাতায় তারই শ্রী
আলপথ বেয়ে যায় চলে।


বৃক্ষ সেজেছে ফুলের ডালিতে
গোলাপি রঙে মুখচ্ছবি ফোটে
বসেছে শ্যামা ময়না টিয়া
শালিক নাচে শাখে শাখে।


গগনে ফুটেছে সোনালী রোদ্দূর
সাদা মেঘের ভেলা যায়  ভেসে
নির্মল আকাশ শোভা চারিপাশ
রাখাল ছেলে দাঁড়ায় ফসলেরই মাঠ
রুপের যাদুতে এ পল্লী  আঁকে
মায়ায় ঘেরা রূপ মনোহর।

কালের স্বাক্ষী হয়ে চেয়ে থাকে
শিশু বেলার খেলার মাঠ
যেথা দলবেঁধে খেলেছি কত খেলা
কত সাঁঝ গেছে চলে এসেছে কত
গোধূলি রেখেছে শুধু আশ।