মৃদুল হিল্লোল মোর বাগে
ডেকে নিও মোরে ডেকে নিও
তব অনুরাগে প্রিয়া, প্রিয়া বলে
হৃদয় কুসুম সঙ্কোচে দিও ঠাঁই
ভালোবেসে।


বারিদ বর্ষণে সিক্ত ভুবন
বহে পবন কাঁদে  এ মন
অন্তরে বাইরে।
পাবো কোথা তোমার দেখা
চেয়ে  থাকি আনমনে
অন্বেষণে সুনীল আকাশ দেয় শুধু
হাতছানি ।


উজাড় করা দৃষ্টিতে হয়না সৃজন
অনুক্ষণ
ব্যাকুল প্রাণ  নন্দিত নিখিল ভুবন
তারই মাঝে একি বেদন।
বুঝিতে না পারি কাটে না বিভাবরী
শিয়রে স্বপন সমুদ্রে  শুধুই ডুবে মরি।


একি আর ভালো লাগে
মনবনে মধুপ এসে কানে কানে
যায়  বলি।
চিনি আমি তোমারে চিনি তুমি
অনন্ত বিহারিণী।
করনা ভ্রম অনন্ত তৃষ্ণার ক্লান্তিতে
জড়িয়ে রেখোনা চঞ্চল মন।