পুলক সাগরের ঢেউয়ে ঢেউয়ে
মৌন দ্বীপে মন ভুলায়
স্নিগ্ধ মাধুরী বনলক্ষ্মীর
মায়াবী কুঞ্জ খুলেছে বনলতায়।


মনবীনার বিভোর  সুরে
অবশ মন অন্তরে আকুলায়
যেথা  নাইকো চেনা নাইকো জানা
চৈতন্য হারায় অচেতন চিন্তায়।


কুলে কুলে যতই ধাই
কুল হারায়ে অতলে যাই
নিজের কাছে নিজেই অচেনা
বন্দর বন্দর ঘুরে বেড়াই।


অম্বর বাগিচায় কুসুমের ঝর্ণায়
স্বপনচারিনী ঘুরে বেড়ায়
বিলাপে তার শূন্য মরু
কুসুম কমল শত শতদল।


লিপিকর কেন হলো বিধাতা
আসন টলায়ে  ভিক্ষারী  সাজিল
শশীর প্রেমে কলঙ্ক রচিল
একই দেহে দুই ধারা শোভিল।