উপোসী ভাবনায় কাটে এ মন
কিছুই লাগেনা ভালো রৌদ্র দহন
মধুমাসে নির্জীব উৎপাত জীবন
কত আশা ছিলো মনে আশারাগে
ভালোবাসা ছিল প্রাণে ভরা মৌসুমে
ঊষর ভূমি জীবন ফলেনা সোনালী ফসল এখন।


মাঠে মাঠে কত ধান উর্বর মাটি
মমতায় জন্মে সোনাভরা ফসল।
মুখে হাসি রাশি রাশি
বাতাস শন শন।
পাড়াময়  ব্যস্ত এখন
উঠেছে শস্য ঘরময়
আসন পেতেছে লক্ষ্মী
শান্তিতে আনন্দ নিকেতন।


দুঃখ  অনলে ফেটে পরে মন
দুর্নীতি দুরাচার অসহনীয় এখন
মুখে অনেক বড় কথা বক্তৃতার ঝুড়ি।
সুযোগ পেলেই পুকুর চুরি।
চোরের উৎপাতে ক্লান্ত শহর
চুরির শেষে লাগায় ঘরে অনল।


দিনরাত খেটে মরে  কিছু মানুষ
কিছু  আবার ঘুষ খায়  কি অসুখ কি অসুখ
ঘুষই জীবন মরন ঘুষেই বড় প্রেম
হজম হয়ে গেলে সাধু দরবেশ।