ভাংগা আশার  টুকরো গুলো
বুকে চেপে বসে আছি
নিঃশব্দ চিন্তার গহীন অন্ধকারে।

বসে আছি হাজার বছরের
পুরানো পথের  বাঁকে
বসে আছি  বসে আছি  
গজানো শাখার শিসে
গুড়ো গুড়ো রঙহীন।


এখনো কাটেনি সতীদাহ প্রথার ঋণ
এখনো কাটেনি দাসবৃত্তির ঋন
স্বাধীনতার করাঘাত কানে শুধু বাজে
হৃদয়ে মননে মেখে আছি
প্রাচীন ঐতিহ্যের ঋণ।

এখনো শৃঙ্খলে পা দুটো ভারী
শতাব্দীর বই খুলে শুধু  দেখছি আর ভাবছি
পন্যের বাজারে কেনা কত সামগ্রী নারীর
চেয়ে বেশি ছিল দামী।


মনের প্রলয় মেঘে কত বৃষ্টি নিশিদিন
তবু্ও সমীকরণ মেলে না  ডান বাম
মাত্রা ভিন্ন উত্তরে অমিল।


যুদ্ধ শুনেছি রত্নের খোঁজে  সীমানা
বাড়াতে কখনো ছিনিয়ে নিতে নারী।
নদীর তলপেটে ফলে কত
সোনা, আসল সোনার চেয়ে
বহুগুন দামী।


সোনার দাম উঠে সিন্ধুক ভারী
নদী হারায় কূল ভেংগে পরে মাটি
মাটির দাম কি সোনার চেয়ে ও অতি।