তমসার ঘোরে উবে যায়
শরীরের  ঘুমপাড়ানি গান
গ্রহণ লেগেছে ধরণীর
কাটাছেঁড়া শরীরে ।
দমবন্ধ অস্থিরতার বেপুথ বিহারে
বেড়ে চলেছে ক্ষত।


অপ্রশম্য বৈরিতায় চারিদিকে
শোকের মাতম
নীরব নিস্তব্ধ নিসর্গ
আত্মস্থ করছে ক্ষয়ে
যাওয়ার যন্ত্রণা।


নতুনত্বের উল্লাসহীন
বিলাপ ভরা পষ্ট গোঙানিতে
বৃষ্টি শুনিয়ে যায় বুনো প্রণয়ের
ক্ষ্যাপামী।
নিঃসঙ্গ শয্যা ভূমে বেড়ে চলেছে
পৃথিবীর কাতরতা।


ধৈর্যের সীমান্তিক রেশ
তাতানো দুপুরের খরস্রোতা
নদীর রুপ ধরেছে।
নিম্ন আয়ের মানুষের পেট
জ্বলছে হাঙ্গর ক্ষুধায়।
সর্বনাশের অতল কূপের
ভয়ংকর নির্জনতায় নড়েচড়ে
বসেছে সমগ্র পৃথিবী।


অগনিত প্রহরের হাতে
আর নয় বন্দী , মহামারীর
মোক্ষম সময়ে বের হওয়ার
পথে পা  রাখছে মানুষ।