নির্ভীক নই মৃত্যুকে ভয় !
বহু কর্মের পূর্বে তবুও মরি
জীবন্মৃত আত্মার শরীরে নানা রঙমাখি।


চেপে যাই অনাচার শতশত
শান্তি বজায় রেখে দিব্যি চলি ।
সত্য কথা বলতে দ্বিধা
মিথ্যা জোরেশোরে বলি।

লোকে বলে ভদ্র গুণী
সংযমী একটিও খুঁজে
পাবেনা এধরনীতে ওর মতো তুমি।
অথচ দেখি তাকে রোজই সংযম
হারায় পিছে আলোচনার ঝড় তোলে
বদমেজাজি ভারী।


শুধু মনিবের কাছে নীরব মুখী
কানে তালা দেয় তিনি
মুখে মিটি মিটি হাসি
বাহ্ চমৎকার রঙ মাখামাখি।


রোজই মরে কবি  বর্নের আড়ালে
শব্দের দৈন্যতায় সঙ্কোচবোধে
হয়ত চিন্তা আর চিতার ফারাক
নয় খুব বেশি।


প্রেমিক ও মরে রোজ
মিথ্যার আলপনায় আঁকে যে ছবি।
সাজানো প্রেমের কথাকলি রোজই ফুটে
বদলে যায়  বদলে যায় নিজের রুচি
পুরানো এ্যালবাম তখনও রোজ খুঁজে
বেড়ায় সরল প্রেমী।


কত ছল সহজে করে জ্ঞানী
নীতি বদলের খেলায়  
জিতে যায়  বহু নেতা দামী
টাকার পাহাড় গড়ে  
পাল্টায় রোজ গাড়ি।

নেই ভয় সেথা বলে নানা কথা
পূন্যের ভয় নিয়ে রোজ পাপের পাহাড় গড়ি
বিলাসিতা আরাম আয়েশ যত হোক
ততদামী অলীক খেলার ভীড়ে
সত্যের টুঁটি ধরি।