অতৃপ্ত চিররুগ্ন পৃথিবী
শাপগ্রস্থ অহল্যাএখন।
বিমূঢ় বিহ্বলতায় গৃহবন্দি আরণ্যক হৃদয়
নিঃসঙ্গতার সুড়ঙ্গে অতল গহ্বরে নিমজ্জিত।
পাণ্ডব বর্জিত গ্রামের পর গ্রাম শোকে মুহ্যমান
অথচ দাপুটে দুর্যোধন চারিদিকে সরব।
সমগ্র ধরণী যুদ্ধরত নব কুরক্ষেত্র
চারিদিকে তার লাশের স্তূপ।


নীরব কোয়ারেন্টাইনে ঝরে আঁখির উষ্ণ জল
অকৃতজ্ঞ সন্তানের প্রেম বিবশ করে কান
মানবতা উপরে গ্যাছে শেকড়সহ।
খেটে খাওয়া মানুষের ফ্যান্টাসী ভীতি
কেটে গ্যাছে হাঙর ক্ষুধায়।


বৈধব্যের কান্না চেপে
সেবায় নিমঘ্ন স্বাস্থ্যসেবী
উৎপাদনে গার্মেন্টস কর্মী।
দেশ সারথীর চোখে নির্ঘুম রাত
সৈনিকদের অক্লান্ত পরিশ্রম
তবুও অর্থনীতির চাকা থেমে যাওয়ার ভয়
মঙ্গা ও দুর্ভিক্ষের ভয় ।
অনলাইন শিক্ষা তবুও পাঠ্যসূচী
অসমাপ্ত সেশন জটের ভয়।


অদৃশ্য যাদুর  শেষ কোথায় ?
দয়ার্দ্র অবতার  কোথায় ?
কোথায় তব পাঞ্জেরি ?
সহে না যাতনা আর দিবস রজনী।🌷🌷☘️🥀