এক ধ্বংসস্তুপ


জিরাফের মতো ক্রেন সারি সারি ,ট্রাকটর,মাটি কাটার জাপানী  মেসিন
সবচেয়ে দীর্ঘ ব্যস্ততম রাস্তা আজ খুঁড়ে খুঁড়ে উন্মুক্ত খনি
টালা থেকে টালীগঞ্জ সম্পূর্ণ রাস্তা খোঁড়া ব্যারিকেডে ঘেরা
ঊনিশ বছর ধরে দহনে অসুস্হ আজ কলকাতার  বোদ্ধা নাগরিক ।
অনন্ত কাল ধরে রাস্তার উন্মুক্ত খনি হাসতে থাকে সুখে
বত্রিশ পাটিঁ খৈনি খাওয়া চারশো বছরের পুরাণো দন্ত মঞ্জীল ।
কলকাতা কর্ষিত হচ্ছে কলকাতা ধর্ষিত হচ্ছে দিন রাত্রি ঊনিশ বছর ।
শহেরর নীচে হচ্ছে আরেকটা শহর ,প্লাটফর্ম ,বানিজ্য নগরী
এরোপ্লেন নামবে কি নীচে হবে কি টারম্যাক কিসের জন্য ঊনিশ বছর?
এতদিনে সুরঙ্গ করা যেতো কলকাতা থেকে ফ্রাঙ্কফুর্ট খুব অনায়াসে ।
শহরের মানুষ ধৈর্যে দিয়েছে বাধঁ উচ্চতা ঊনিশ হাজার ফুট
কল্লোলিনী কলকাতা তিলোত্তমা হবে তাই কি গড়েছে এক ধ্বংসস্তুপ ?


১৯৯০ সাল