আপশোস


জল দেখলেই বুনো হাঁস স্বচ্ছন্দে উড়ে আসে
জল দেখলেই নৌকা চালাতে চাই বৈঠা নিয়ে হাতে
জলের স্বপ্নে কেউ বা দেখি সাঁতার ভালবাসে ।


সামঞ্জস্য পরিপাটী নিঃখুত গড়ন ফলে ভরা গাছ
শাড়ী,ব্লাউজ অন্যান্য টুকিটাকি পরিপূর্ণ সাজ
রং নিয়ে  বসন্ত উৎসব হাজার জোনাকী
শিল্পীর তুলি নিয়ে সারাদিন তোমাকেই আঁকি ।



নিখুঁত শরীর পাল্টায় রোজ নুতন ক্যানভাসে
রূপ ও যৌবন মাখামাখি করে নিত্য অভ্যাসে ।
দেখি আর আপশোস করি নৌকো এখন বাতিল
শ্রীকৃষ্ণের পদতলে এসে আমরা হয়েছি সামিল ।