শব্দের বারুদ


তোমাদের গানে নতুন যুগের প্রাণ এতটুকু নেই
স্তিমিত কবিকন্ঠ জোরালো তারুণ্য স্বর কোথা থেকে পাবে ?
লালিত্যে মায়াবী ছন্দে কবিতা লেখার দিন শেষ হয়ে গেছে
তরুণ্যের দীপ্ত কন্ঠে বিদ্যুতের মতো শব্দে তুমি চমকাবে ।
ভাঙ্গা ছন্দে ভাঙ্গা বাক্যে ফুঁসে ওঠে এদের লেখনী
প্রগাঢ় ভালবাসা কবিতার জন্য এরা প্রাণ দিতে পারে ।
এখানে নৈপুন্য নয়,শব্দ আর ছন্দ নিয়ে জীবন কাটানো
বাক্যরা করায়ত্ত যৌবনের স্বাধীকারে নিজের ইচ্ছায় ।
আমরা যুবকদল শব্দের নেত্রীবৃন্দ ,শব্দের বারুদ
শব্দে বিদ্যুৎ জ্বলে এখানে এসনা তোমরা ,অঘটন হবে
তোমাদের সমস্ত দম্ভ, কারীকুরী নিমেষে চূর্ণ হয়ে যাবে ।


২৪/৪/৭২