বিচারের বাণী


হাজার নিয়মের বেড়াজাল
আসামী বেকসুর খালাস দশ সাল বাদ ।
জজ পাল্টে গেছে চারবার
এজলাস এবাড়ী থেকে ঐ বাড়ী ।
সাক্ষী মারা গেছে কয়েকজন
বিচারের প্রহসন তবু চলতেই থাকে ।
সুবিচার কারোই হয় না ।
উকিলবাবু পেশকারদের পকেট ভারী হয় ।
কত মানুষ সর্বস্বান্ত হয় ।
কোর্টের চার পাশে হাজিরা দিত দিতে নাভিশ্বাস ওঠে ।
বাদী বিবাদী একদিন সবাই বুঝতে পারে
যার পকেট যত গভীর
বিচারের তঁরাজু তার দিকেই ঝোঁকে একদিন ।
অভাগীর দুঃখ আদালতে কমে না একতিল ও
বরং বাড়তে থাকে প্রতিদিন ।
বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেই সারা
হাজার নিয়মের বেড়াজালে ।