প্রথম লাইন : পৃথিবীকে হাতে নিয়ে পৃথিবীর কিনারায় দাড়িঁয়ে আছো ৷
এক অদ্ভূত শিহরণ জাগানো ভাল লাগা
তাারপর একের পর এক,  রমণীর  রমনীয় জীবনবোধ ৷
যে সারাজীবন বন্দিনীর জীবন যাপন করে প্রায় সব অবস্হাতে৷


কিন্তু কবির ভাষার মুন্সীয়ানা সত্যিই অবাক করার মতো ৷
'শরীরের উপকূলে ভেসে আসে নিরবিকার ঢেউ " তারা তরঙ্গ তোলেনি ৷
মানে প্রতিবাদ করেনি ৷
অবসন্ন আলোয়  অভিষেকের সংলাপ বইছে বাতাসে ,
সম্ভবত বিবাহের কথা বলা হচ্ছে


অন্তরঙ্গ হতে গিয়ে তোমার শরীরে যারা ঝাপঁ দিয়েছিল ,
অনন্ত জলমগ্ন হয়েছে  কতকাল আগে ,


নারী সমুদ্র স্বরূপ ৷
মেঘ ও নারীর নরম শরীরে বিদ্যুতের আনাগোনা বর্ষণের পথ চেয়ে ৷


উপমা ,রূপক সুন্দর সার্থক ভাবে প্রয়োগ হয়েছে ৷


এক কালোর্ত্তীণ কবিতা অদ্ভূত মুন্সীয়ানায় উপহার দেওয়ার জন্য কবিকে অনেক ধন্যবাদ ৷