কবিতাটি সপ্তাহের সেরা দশে ও ঠাঁই পেয়েছে ।অতএব ধরেই নিতে হয় একটি ভালো মানের কবিতা ।আমি অনুরোধ করবো কবিকে এবং বোদ্ধা সমালোচক যারা কিছু মানে বুঝতে পেরেছেন তারা কবিতাটি নিয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিন ।
প্রজননহীন সময় বলতে কি বোঝাচ্ছেন ।
সৃর্যাস্তের শিরিণ সভায় , মানে কি ?
একদিন উত্থিত হবে বির্দীন বীজ , মানে কি ?
ভারসাম্যহীন তরলতায় ভেসে আছে , কেন ?
আজ গন্তব্য স্থির নয়, তবুও একদিন পৌঁছে যাবো। কোথায় পৌঁছে যাবো ?
সবাইকে এবং কবিকে অনেক ধন্যবাদ নতুন ধরনের চিন্তা ভাবনা উথ্থাপন করার জন্য।
আশা করি কেউ ক্ষুন্ন হবেন না ।আপনাদের আলোর ঝর্ণাধারায় আমাদের মতো কবি যারা অল্প বুঝি তারা কিছু শিখতে চাইছি ।সবাই ভালো থাকবেন ।