ক্যামেরায় বন্দী
#নিখিল রঞ্জন বিশ্বাস#


এখন মন্বন্তর
ভারতের  যোজনাকে ভয় করে চলে ।
বিপ্লব ধানের ক্ষেতে ,বিপ্লব গমের ক্ষেতে
গোডাউন উপছে পড়ে শষ্য দানায় ।
এই খানে এই দৃশ্য ক্যামেরার কারুকাজ ভাবা যায় না ।
রয়টার ক্যামেরায় নিপুন দক্ষতায় চলে যাবে
পৃথিবীর প্রতিটি কোনায়।


নর্দমার মধ্যে ফেলা পচে যাওয়া আবর্জণা
খাচ্ছে কুড়িয়ে একটি প্রেতকায়া শীর্ণ মানুষ ।
চোখ তার মৃত প্রায় ঘিরে আছে অগুন্তি মাছি আর মশা ।
নগ্ন প্রায় মৃতবৎ একটি রমনী  আছে শুয়ে
স্তন তার  মুখে নিয়ে নিশ্চিন্ত ছোট্ট শিশু।


সন্ধ্যার ডালহৌসী নির্মম হতে জানে সত্যি ;
মন্বন্তর নেই তবু দুদুটো মানুষ দেখো মরে যাচ্ছে
হাজার মানুষের চোখের সামনে ।
এখানে মানুষ বলে কেউ নেই আর
চারিদিকে শৃগাল আর শকুনের বীভৎস চীৎকার ।


18/5/73