রাত্রে ঘুমের ঘোরে


দুধরং ফুলে ফোলা ফ্রকে আঁকা ঢেউ
টেনিস বল আটকে গেছে গাছের জামায়
দূর থেকে মাছে মধ্যে আলোঘর ভাবো
অন্যান্য যুবকেরা নিশানায় পৌঁছে যায় ঠিক
তুমিই পথভ্রষ্ট ঘুরে মরো ভুল ঠিকানায় ।


x-রে চোখ দিয়ে ওর সব টুকু মাপো
রাত্রে ঘুমের ঘোরে চাঁদের যোয়ার আসে পৃথিবীর বুকে
সমুদ্রের নীল জলে স্নান করে অপ্সরা যুবতী এক মৎসকুমারী
বিপন্ন সুখ আসে মোহময় ক্লান্তি নিয়ে সমস্ত রাত্রির ।


ভালবেসে তৃপ্ত হও দীপ্তময় অসুখী যুবক
ব্যাট করা সোজা নয় পীচটা যদিও আছে ভীষণ অস্হির।
বল নিয়ে লোফালুফি জমে ওঠে রাত্রির মাঠ অন্ধকার
রাত্রে ঘুমের ঘোরে নিশি ডাকে জেগে ওঠে শরীরে চুম্বক ।