এভাবেই কাটবে জীবন ?


যারা আমার বন্ধু
যাদের সঙ্গে ব্যাটিং এ তুলছি রাণ
তাদের দেখো ফাটাঁ ব্যাট নিয়েও
নিশ্চিন্তে যাচ্ছে খেলে ;
আমাকে বাহবা দিচ্ছে কখন ও বিদ্রূপ
অথচ কোন মানে হয় না
আমি জাত খেলুড়ে নই মোটেই
শূন্য রাণের উমেদার ।
হিমালয় কেন উত্তরে ,সূর্য্য কেন আগুন
ইত্যাদী প্রশ্ন করে আমাকে নাজেহাল ।
কখনও খুশী হয়ে পিঠ চাপড়ায়
কখনও বলে অহংকার ।
অথচ কি আশ্চর্য এই বলেই আউট হয়ে
প্যাভিলিয়নে যাচ্ছি ফিরে ।
নতুন কিছু করার ইচ্ছে নেই ,বেশ আছি ।
এভাবেই কাটবে জীবন ?
ভাঙ্গা ব্যাট, ভাঙ্গা পীচ কিন্তু আমাকে রাণ তুলতেই হবে
বন্ধুদের মধ্য থেকে আমাকে উঠতেই হবে ।


৪/৪/১৯৭১
---------------------------