কাব্যমালা ২০


১)
বাঙ্গালীর কপাল মন্দ নেই একটা ফেকু
উন্নয়ন যথার্থ হতো
বেকারত্ব ঘুচে যেত ।
বাংলা পিছিয়ে যায়
শিল্প ,শিক্ষা, মেধায় ।
পদ্মর ঠাঁই নেই,
নন্দনের ছাদে ফোটে মস্ত বড় সেকু ।


২)
বাংলার মন্ত্রীরা ঘুস খায় টিভির পর্দায়
পৃথিবী দাঁড়িয়ে দেখে বিষম লজ্জায় ।
বিচারের প্রহসন চলে
অক্ষম আইনের কলে ।
টাকাটা কোখ্খেকে এল
তাকে ঘাড় ধরে আগে নাও কব্জায় ।


৩)
অনেক করেছো হামলা ,যুদ্ধ সাম্রাজ্য বিস্তার
মন্দির, বলাৎকার,সভ্যতা পায়নি নিস্তার
অনেক নিয়েছো তোমরা
ভারতের প্রাণ ভোমরা
অনুপ্রবেশ আর নয় , সবাইকে কর বহিস্কার ।


----------------------