কাব্যমালা ২৬
১)


পাপ্পু দেখায় গান্ধীগিরি সিংহকে জাঁপটায়
জ্বালামুখী ভাষণ দিয়ে আনন্দে ঝাপটায়
পাড়ার যেমন বখাটে ছেলে
বন্ধুকে ধরে বাহু দুটি মেলে
চোখ টিপেই হাসছে বোকা, ঠোঁটটা উল্টায় ।


২)
জ্বালামুখী ভাষণ দিয়ে উদ্বায়ু হয়ে নাচে
পাপ্পু নেতা দৌঁড়িয়ে যায় সিংহ নেতার কাছে ।
বিষোদগারে ভরিয়ে প্রাণ
বুক ভরে নেয় নেতার ঘ্রাণ
গোপন কিছু কথার সাথে মানটা যদি বাঁচে ।


৩)


যে কোন মূল্যে হাঁটাতে হবে মোদী
মায়া বা মমতা রাম শ্যাম কিংবা জামাত
নিক তারা গদী ।
ভয়ে কাঁপছে সব যেতে হবে জেলে
সারদা,নারদা, কিংবা হেরাল্ডে
তারা জানে
cbi র একটা হাত পুরীর হোটেল অবধি ।