...কাব্যমালা ২৮


রুক্মীনি ও রাধা


কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেলে রাধা কাঁদে বসে
রুক্মীনিকে কেড়ে কৃষ্ণ তাকেই ভালোবাসে ।
মথুরার বিদর্ভ কন্যাকে কেন বিয়ে করে
শ্রীকৃষ্ণ রাধার প্রেম সব কি তবে মিছে ?
মহাভারতে ঠাঁই হয়নি রাধার প্রেমগাঁথা
পুরাণ বলে , যে রুক্মীনি সেই ছিল রাধা ।


বাংগালীর পূজো


বাংগালী মানেই দূর্গা কালীর আরাধণা একমাস
প্যান্ডেল লাইটে প্রতিভা ক্ষরণ বিসর্জণে ছক্কাস ।
চাঁদার জুলুমে সবাই ত্রস্ত
পাড়ার ছেলেরা ভীষণ ব্যস্ত
পরীক্ষায় টুকতে না দিলে কেউ করবে না পাশ  ।