কাব্যমালা ৩০


১)


দৌড়ে হিমা বিশ্ব সেরা করলো বাজীমাৎ
জগৎসভায় ভারত হাসে সবাই কুপোকাৎ ।
সোনার মেয়ে দৌড়ে গিয়ে গড়লো ইতিহাস
নতুন দিনের সূর্য্য আনবে হাজার হিমা দাশ ।
ছোট্ট গ্রামের গরীব মেয়ে দৌড়ে হেসে খেলে
বিশ্ব সেরা করলো প্রমাণ সোনার ডানা মেলে ।


২)


অপরাধ,খুন,রাহাজানি কিংবা ধর্ষণ
সব বন্ধ হবে ,যদি বন্ধ হয়
বিচারের প্রহসন ।
যেমন করেই হোক সময়ে বিচার চাই
তারাই ঠিক করুক কেমন ব্যবস্হা হবে
সময়ে কাজ না হলে চাবুক চালাতে হবে  ।
তদন্তে যদি থাকে ফাঁক
পুলিশ শাস্তি পাক
আইনের বেড়াজাল ছিড়ে ভেঙ্গে ফেলে
বিচার সঠিক চাই সময়ের বেড়ে
দোষীর শাস্তি হোক ফাঁসি কিংবা জেলে ।