কাঙ্গাল


উদ্বোধনে ব্যস্ত ভীষণ মন্ত্রীপরিষদ
মহালয়ের দিনই সুরু মাতৃ পূজার রথ ।
খূঁটী পূজো দিয়ে সুরু একমাস আগে
প্যান্ডেল ,মূর্তিতে থীম থাকে অগ্র্রভাগে ।
কোটী টাকায় সেজে ওঠে হীরে পান্নায় মোড়া
ঘরে ঘরে বেকার যুবক অর্ধমৃত ঘোড়া ।
মূখ্যমন্ত্র্রী গান লেখে বীণা বাজায় ঘুরে ।
মিষ্টি হাসি শিউলী ফুলের যাচ্ছে দূরে দূরে ।
মদ মাংসের ফোয়ারাতে যৌবন যাবে ভেসে
কর্মকর্তা ,নেতামন্ত্র্রীর চরণ থাকো ঘেসে ।
বাংলা কাঙ্গাল নেই কিছু তার দূর্গা কালী ছাড়া
টাটা ন্যানোর সঙ্গেই বিদায় উন্নয়নের ধারা।