কারখানায় লক আউট


কাক ভোরে আর উঠি না
কারখানায় লক আউট
সূর্য্যর স্মিত হাসি ভোরের নরম রোদ ভালোবাসি ।
ঘূম থেকে উঠলে প্রাতঃকাজ
এবং তারপরেই ক্ষুধার দানব
ঘরে যে খাবার নেই ।
এখন ও ঘুমোচ্ছে অবোধ শিশু
একটু পরেই কাদঁবে খাবার চাই
অথচ কি করবো,কিছুই করার নেই ।
পারিজাত উঠোনে ছড়াচ্ছে সাদা মিষ্টি ঘ্রাণ
ভোরের হাওয়ায় ভাসছে আশ্বিনের গান ।
ক্ষনিকের এই কষ্ট কেটে যাবে ঠিক
মুঠো ভরা সুখ আবার আসবে নিশ্চই ।
আবার কারখানায় ধোঁয়া উঠবে
সবাই দল বেধেঁ যাবো কাজে ।
বাচ্ছাটা সেই থেকে কাদঁছে
একদিন খাবার জুটবেই ও জানে না ।


রচনাকাল


1971