মনুগুরুর জঙ্গলে


মনুগুরুর জঙ্গলে হাঁটতে হাঁটতে একদিন
আমরা গেলাম হারিয়ে ।
তোমার সঙ্গে ছোট্ট মেয়ে  শ্রেয়া ;
বনভোজনে সবাই মশগুল রান্নার আয়োজন
টুকিটাকী কাজ ।
আমরা গল্প করতে করতে শুনলাম
তোমার সুরেলা গলায় রবীন্দ্রসংগীত
দুএকটা  স্বরচিত আমার কবিতা ।
আমি তোমাকে ম্যাজিক দেখাই কিছু বুদ্ধির খেলা ।
তুমি যে এত সহজে অভীভূত হবে বুঝতে পারিনি আমি ।


তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম কিছুই মনে নেই আর
নিষিদ্ধ অলকানন্দে জলকেলী করে ছুঁয়েছি তোমাকে
স্বপ্ন সমুদ্রে ডুব দিয়ে উঠে একেবারে সোনালী বিকেল ।


বনভোজনের হট্টগোল সবাই ব্যস্ত তার নিজস্ব সুরে
আমরা ভুলিনি কিছু, আমাদের সুখের সংসার  ।


দুর্বাশার শাপ নিয়ে আমি ও
করবী এখনো বেঁচে আছি ;
পৃথিবীর দুই প্রান্তে ;ওষ্ঠে সুখ নিয়ে
আমাদের নির্বুদ্ধিতায় ।


https://www.facebook.com/panihaty