সেই আশায়
#নিখিল রঞ্জন বিশ্বাস#


গৃহস্হের গরু তবু মাঝে মাঝে লাথি  মারে
দুধ ভর্তি বালতিটাই কখনও বা উল্টে যায়
কিংবা কোন নির্দোষ হাতে লাগে প্রচন্ড আঘাত ।
গৃহস্হের গরু তবু মাঝে মাঝে
এক মাত্র সম্বল শিং দুটো নিয়ে
প্রতিবাদ করতে যায় সমস্ত অন্যায় ।
তুমি কিন্তু কিম্ভূত আশ্চর্য একটা জীব
দেখে মনে হয়
কোথায় যে বেঁচে আছো কিংবা কিভাবে
এই যাদুকাঠি নড়েচড়ে ,
কোথায় সেই ভয়ংকর ভারী কালো হাত
কে তোমার কেড়ে নিচ্ছে বাড়া ভাত
কোন অন্ধকার হতে নামে অদৃশ্য চাবুক
কিছুই জান না তুমি
অথচ নির্বিকার কি এক প্রশান্তিতে বেঁচেবর্তে আছো ।
যে শিশু বাড়ছে আজ অন্ধকার অশিক্ষায়
সম্বল যার রুগ্ন দেহ মন আর ক্ষুদার্ত্ত শৈশব
তুমি স্বপ্ন দেখছো
সে তোমায় এনে দেবে স্বর্গ রাজ্য একদিন হাতের মুঠোয় ।
১৯৭২