ব্যথা


সময়কে যে সময় পেয়ে যাই একা
কাঁধে হাত দিয়ে তাকে নিয়ে যাই আরো বহু দূরে ;
সেখানে ভাবনারাজি মূর্তিময় হয়ে ওঠে বিভিন্ন ভঙ্গীতে
অকথিত বহু ব্যথা একে একে জমা হয় প্রাণ পাবে বলে
এবং কি আশ্চর্য ক্রমে সব চলে যায় তোমার মূর্ত্তিতে ।


তোমাকে চিন্তায় পেলে মুখোমুখি দেখা করি সময়ের সাথে
সে আমাকে কি দিয়েছে ,অবজ্ঞা উপহাস একটি মধু রাতে ।
রাত জেগে দেখি আমি কোথায় পেচঁক ধরে নেংটি ইদুঁর
অথবা কোথায় মগ্ন রাত্রের কারবারী নক্ষত্র আলোতে ।