এখন শরণার্থী ।


বাংলাদেশে আমার কি ছিল মনে নেই
ঊনিশ বিঘে জমিতে সোনার মতো পাকা ধান
ঘরে আসবার জন্য ছিল অপেক্ষায় ?


বড় বড় দুটো পুকুরে মাছ লাফাচ্ছিলো আনন্দে ।
গত বছর যে নতুন দালান তৈরী হয়েছিল
তার একটা ইট ও আনতে পারিনি ।
ঘরে পিতল কাঁসা আসবাব পত্র সব রয়েছে
ফলের বাগান ফুলের বাগান যেখানে যেমন ।
হতে পারে সবকিছু তেমনি আছে ।


এই প্রাণটা রেডিয়ামের , পুত্রকন্যা সপরিবার
তাইতো হাতের মুঠোয় নিয়ে পালিয়ে এলাম
সবের মায়া ছেড়ে দিয়ে
দিব্যি কেমন ক্যাম্পে এখন শরণার্থী ।


১৯৭১ সালে লেখা