নির্জণ দ্বীপে


এভাবে নির্জণ দ্বীপে রবিনসনস ক্রুশো হয়ে জীবন কাটাবে ?
চতুর্দিকে মন্ত্র উচ্চারণ হিন্দী গানের সুর মানুষ নাচায় ৷
তুমি স্বপ্নে জাগো শব্দরা বন্দী আছে যাদুর মায়ায়
ইতিহাস উঠে আসে কী এক ধোঁয়ার জাল চতুর্দিকে ৷


আঠারো বয়সটাই পাঁচ জন বন্ধুদের সঙ্গে ডুবে থাকা
ক্লাবে কয়েক ঘন্টা ,রাস্তায় কিংবা হয়তো কফির ধোঁয়ায়
জীবনটা দেখে নেওয়া দু একটা ফাঁক ফোঁক পাতার আড়ালে
সরীসৃপ ক্রমান্বয়ে চলে যাচ্ছে ফিটফাট গাধার জীবনে ৷


চতুর্দিকে বৃষ্টি হয় ঝমঝম সাদা আলো চাঁদের আড়ালে
জানলার বাইরে দেখো উদ্ভীন্ন যুবতী রাত একা বসে আছে
কবিতার বই নিয়ে রজনীগন্ধার মতো তোমার অপেক্ষায় ৷


---------
রচনাকাল 26/1/1972