শিক্ষক সমাজ
#নিখিল রঞ্জন বিশ্বাস#


অনেক কষ্ট পড়াশুনা করে হয়েছেন শিক্ষক
মানুষ গড়ার কাড়িগড় তুমি সমাজের রক্ষক।
সত্তর মাইল ঝাপিয়ে রোজ স্কুলে আসো কেন
হাঁপিয়ে দাপিয়ে স্কুলে এসে হাজিরাটা যেন তেন ।
মাস মাইনে তিরিশ চল্লিশ ঘর ভাড়া আছে আরো
ছাত্র পড়ালেও প্রচুর টাকা দুহাতে কামাতে পারো ।
তবুও অবুঝ ছাড়তে চাওনা নিজের গোছানো পাড়া
গাছের ও খাবে তলার ও কুড়াবে এ কোন সৃষ্টিছাড়া ।
শিক্ষাদপ্তর ,জিলা পরিষদ এদের  নেই কোন দায়
পাঁচ সাত মাইলের গন্ডী আঁকাতে বাঁধাটা কোথায় ?
ছাত্র সমাজ দেশের জন্য উজ্জ্বল প্রতিনিধি
যেমন করেই হোক শিক্ষাটা যেন পায় এরা ঠিক
কাঠগড়ায় দাঁড় করাও শিক্ষকের গতিবিধি ।