তোমার হৃদয়


শৈশব সে কেটে গেছে আধো তন্দ্রা আধো জাগরণে
তারপর উত্তরণ কালের অজস্র কোটি কোষ ভেঙ্গে ভেঙ্গে
নিহত সময় শিশুর বার্তা নিয়ে সাথে আমিও এলাম
রক্তের গভীরে ডাকে যৌবনের শঙ্খচিল প্রখর নিদাঘে ।


বিশ্বাসের মাঠে কত স্বপ্ন বোনা হয়ে আছে শৈশবের তীরে
তোলার সময় দেখি অলক্ষে মরে গেছে কত বীজ ধান ।
পথের দিশারী মৃত ,বেদুইন আমি দেখি পথ একাকার
ময়দান মিছিলে এসে বিভ্রান্ত আমার চোখে আলোর নিশান ।
হৃদয়ে রক্তের ডাক সুদীর্ঘ নদীর মতো সমুদ্র সংগমে
হাওয়ার ঘূর্ণী লেগে কমলা রঙের রোদে তোমার উচ্ছাস ।
বিশ্বাসের বন্ধ্যা জমি তোমার হৃদয় পেয়ে করি ফিরে চাষ ।


রচনাকাল ১৯৭১