পরশপাথর


সব কিছু ঘরে ছিল তবু সুখ পাখী ছিল না বুকে
কি এক না পাওষার ব্যথা সারাক্ষণ মনের ভিতর
সকাল বিকেল রাত্রি যখনই সময় পাই হেঁটে যাই
মাইল মাইল পথ সমুদ্রের পার ঘেসে দূর অজানায়
কী এক পরশপাথর খুঁজে ফিরি নক্ষত্রের ভীড়ে
পাহাড়ের খাঁজ কেটে পার হই চড়াই উৎরাই ।
তারপর একদিন হঠাৎ আধাঁর নামে তমশাময় দিন
রাত্রির অন্ধকারে পরশপাথর আসে স্বপ্নে রঙীন ।


সমুদ্রের উথাল পাথাল ঢেউএ কেটে গেছে অনেক বছর
ক্যাকটাস গ্রান্ডি এমলোডোপিন পেনডুলাম চলে ঠিকঠাক ।
একদিন রাতে ফিনফিনে জোৎস্নায় আধো ঘুমে তুমি এলে
হাতে বুকে মাখামাখি নিয়ে গেলে  স্বপ্ন পুরী সমুদ্রের তলে ।
আমাকে জাগিয়ে দিলে অতল ঘুমের থেকে তুমি মায়াবিনী ।
উচ্ছল সমুদ্রের ফেনিল পিপাসায় গাঢ় আলিঙ্গন
আমাকে প্রশান্তি দেয় নিয়ে যায় নন্দন কানন ।


সব অসুখ সব ব্যাথা দীর্ঘ জীবনে না পাওয়ার গ্লানি
গোলাপ পাপড়ি ,অষ্টাদশী সুকন্যার বুকের পরাগ
মেখে নিয়ে অমৃত সাগরে কাটাই আনন্দ ঘন দিন ।
জীবন দেবতার আশীর্বাদ, তুমি অনন্যা এই যাত্রায়
শান্তির জাহাজ তুমি উত্তাল সমুদ্রে  রামধনু রঙীন  ।


--------------------------