উপায়


#নিখিল রঞ্জন বিশ্বাস#


পুলিশ যেখানে ডাকাত ও দুর্বৃত্ত
সাধারণ মানুষ হতাশায় পর্যুদস্ত
পুলিশ যেখানে তোলাবাজ ও মস্তান
কারা করবে এদের বাঁচার সংস্হান ?
বাংলায় বাঁচতে হলে রাজনীতি করো
একনিষ্ঠ কর্মী হও দাদাদের ধরো ।
নাহলে শিয়াল কুকুর ছিড়ে কূড়ে খাবে
মান সম্মান রুজী রোজগার ধূলোয় মিশে যাবে ।
শাষক পার্টীর সাথে থাকলে মজা ভারী
মালাইয়ের হাড়ি গুলো পৌঁছে যাবে বাড়ী ।
সমস্ত অন্যায় বুক ফুলিয়ে করো
সিন্ডিকেট তোলাবাজীর agency টা ধরো ।
শাষকের সঙ্গে থাকো সে পাগল মাতাল হোক
ঘুস খোর চোর খুনী বদমাস যাই হোক
তোমার দরকার নেই তুমি শুধু  গেলো ঢোঁক ।
কুমীরের সঙ্গে লড়াই করে জলে কি বাঁচা যায় ?
ওকে বন্ধু ও করা যাবে না এ এক বিষম দায় ।
এর থেকে পরিত্রাণ যদি চাও  দিল্লীর হাত ধরো
বারুদের মেঘ নিয়ে দিল্লীর শাহানশা
ব্রিগেডের ময়দানে দেখো হচ্ছে এখন জড়ো ।