শত শত পাখি ভিজিয়ে তার আঁখি আমার পিছু ছুটে,
আমি ছুটি পিছু বর্ণে অনেক নিচু কপালে নাহি জোটে।
ধরণীর তলে এমন খেলাই চলে অপূর্ণ থাকে আশা,
ছোট মাটির দেহ দুঃখ কষ্ট সহ হতাশা বাঁধে বাসা।
জীবন খেলার শেষে স্মৃতি হয়ে এসে অশ্রুত হয় আঁখি,
সমাপ্ত হবে খেলা জীবনের শেষ বেলা উড়ে গেলে দেহ পাখি।